নিভলো আলো, পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের খেলায় 



বুধবার পাকিস্তানের (Pakistan) লাহোরে (Lahore) অবস্থিত গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) এশিয়া কাপ ২০২৩ (Asia cup 2023)-এর সুপার ৪ (Super four) ম্যাচে খেলতে নেমেছিল পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশ (Bangladesh)।


প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করার পর দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল পাকিস্তান। সেই সময় স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট (Floodlight) নিভে যায়। এরপরই খেলোয়াড়রা একে একে মাঠ ছাড়তে থাকেন। সাময়িকভাবে ম্যাচ স্থগিত (Stop) রাখার কথা জানান আম্পায়াররা। আলো ঠিক হলে ফের খেলা শুরু হবে বলে জানান। খবরটা জানাজানি হতেই কটাক্ষের বন্যা নেটদুনিয়ায়।


এমনকি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মোবাইলের আলো জ্বেলে রাখেন। প্রায় ৩০ মিনিটেরও বেশি বন্ধ থাকে মাঠের আলো।