ছিন্নমস্তা মায়ের পূজায় উদয়ন ও নিশীথ 

nisith pramanik, udayan guha



সাহেবগঞ্জে কাটাতারের ভেতরে ছিন্নমস্তা মায়েড় পূজা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য মন্ত্রী। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথিতে সন্ধ্যা থেকে রাতভর পুজো হয় ছিন্নমস্তা মায়ের। প্রতিবছর কাঁটাতারের ভেতরে এই পুজোয় পূজো দিতে এবং মাকে দর্শন করতে আসেন বহু ভক্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ প্রথমে সেখানে আসেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এরপর রাত সাড়ে আটটা নাগাদ সেখানে পৌছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

দুই মন্ত্রী সেখানে পৌঁছে ছিন্নমস্তা মায়ের পুজো দিয়ে পুজো কমিটি ও সেখানে আসা ভক্তদের সঙ্গে কথা বলেন।

সেখানে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন প্রতিবছর এই দিনটি ক্যালেন্ডারে মার্ক করে রাখি। খুব ভালো লাগে এখানে এসে মাকে পুজো দেওয়া এবং মায়ের দর্শন করতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন মা ছিন্নমস্তা ডেকেছে কারণেই তিনি উপস্থিত থেকে পুজো দিতে পেরেছেন। তিনি আরো বলেন যদি মা ছিন্নমস্তা পুজোর সময় আমি কোচবিহারে থাকি তবে অবশ্যই মায়ের দর্শন করতে এবং পুজো দিতে আসব।