Constable Recruitment: ৭৫৪৭ শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, কবে থেকে করা যাবে আবেদন?
স্টাফ সিলেকশন কমিশন (SSC) দিল্লী পুলিশের কনস্টেবল (Delhi Police Constable) পদে ৭৫৪৭ টি শূন্যপদে নিয়োগের আবেদন গ্রহন করছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.ssc.nic.in) গিয়ে বিশদে জানতে পারবেন এবং শূন্যপদ পদ গুলির জন্য যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ ৭৫৪৭টি। UR-৪৫৫, EWS-৮১০, OBC-৪২৯, SC-১৩০১, ST- ৪৫২। যেকোনো ভারতীয় নাগরিক পুরুষ ও মহিলা এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১লা জুলাই ২০২৩ অনুসারে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
সাধারন ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা করতে হবে তবে যে কোনো শাখার মহিলা, EWS ও SC, ST প্রার্থীদের কোনোরূপ ফি প্রদান করতে হবে না। ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊