Sonia Gandhi: ফের অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি করা হল হাসপাতালে


Sonia Gandhi
Sonia Gandhi


ফের অসুস্থ সোনিয়া গান্ধী ভর্তি করা হল দিল্লীর হাসপাতালে। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন (Congress Parliamentary Party Chairperson) সোনিয়া গান্ধীকে দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চলতি বছরেই দু'বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। এবার তৃতীয়বার ফের হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। গত দুবারেই অসুস্থতা কাটিয়ে সক্রিয় হয়েছেন রাজনীতিতে। 



সূত্রের খবর, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন (Congress Parliamentary Party Chairperson) সোনিয়া গান্ধীকে দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছেন কংগ্রেস নেত্রী। 


আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে বিরোধী শিবিরকে এককাট্টা করার কাজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।