Aadhaar Card: আধার কার্ডের নানান ভুল কি ইচ্ছাকৃত? জনমানসে তৈরি হচ্ছে ক্ষোভ

Aadhaar Card



আজও শেষ হয়নি আধার কার্ডের (Aadhaar Card) ঝামেলা। আধার কার্ড বানাতে রাত থাকতে দিতে হয়েছিলো লাইন, এবার সেই আধার কার্ডের (Aadhaar Card) ভুল সংশোধনেও আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। প্রশ্ন উঠছে এতো ভুল নিয়ে। আধার কার্ডের নানান ভুল কি ইচ্ছাকৃত?


এমনি ঘটনা জলপাইগুড়িতে। আধার কার্ড (Aadhaar Card) সংশোধনের জন্য ভোররাত থেকেই অনেক মানুষ বড় ডাকঘর মোড়ে লাইন দিয়ে । আধার কার্ড (Aadhaar Card) সংশোধনীর লাইন আজও কমছে না জলপাইগুড়িতে। বড় ডাকঘরের সামনে শুক্রবারও সেই দৃশ্য ধরা পরল সকালবেলায়।


এই দিন সকালে বহু মানুষকে দেখা গিয়েছে বড় ডাকঘর মোড়ের সামনে লাইন দিয়ে আধার কার্ড (Aadhaar Card) সংশোধন করার জন্য । জানা গেছে আধার কার্ড সংশোধনের (Aadhaar Card) জন্য তিনমাস অন্তর অন্তর কুপন দেয়া হয় । তারপর নির্দিষ্ট ডেটে আধার কার্ড সংশোধন করা হয়।


এ বিষয়ে এক ব্যক্তি বলেন যদি অন্য কোন ধরনের ব্যবস্থা করে সরকার তাহলে আমাদের পক্ষে অনেকটাই সুবিধা হতো। কারণ অনেক দূর-দূরান্ত থেকে আমাদের আসতে হয় ভোররাত থেকেই।


আধার কার্ড বর্তমান সময়ে একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্টস। এই আধার নাম্বার দিয়েই বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পেও নাম নথিভুক্ত করতে হয়। ফলে অতি প্রয়োজনীয় এই কার্ডের (Aadhaar Card) ভুল সংশোধনা না করলে অনেক সমস্যায় পড়তে হয় নাগরিকদের। ফলে আধার কার্ড সংশোধনের (Aadhaar Card) জন্য এভাবে দিনের পর দিন নিজেদের কাজ বাদ দিয়ে লাইন দিতে হচ্ছে। জনমানসে তৈরি হচ্ছে ক্ষোভ।