প্রতারণার পর এবার  এম্বুলেন্স পরিষেবার ভাড়া নিয়ে বদনাম ছড়ানোর অভিযোগ পদ্মশ্রী করিমুল হকের

Karimul haque


প্রতারণার পর এবার সোশ্যাল মিডিয়ায় এম্বুলেন্স পরিষেবার ভাড়া নিয়ে বদনাম ছড়ানোর অভিযোগ পদ্মশ্রী করিমুল হকের। জানা যায় কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে করিমুল হকের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে টাকা নেওয়ার অভিযোগ। 



তিনি দাবি করেন, আমার নামে মিথ্যা প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন যারা আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের আমি সাধুবাদ জানাই।তাদের বিরোধিতা না করে তিনি আরো বলেন যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত তারা আমার অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে তদন্ত না করেই মিথ্যা বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে। আমি তাদের বিরুদ্ধে কোন স্টেপ নেব না। তারা যদি তদন্ত করে এই কাজ করতো তাহলে ভালো হতো। 



এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমুল হকের এলাকাবাসী এবং বিভিন্ন এলাকার রোগীর আত্মীয়রা জানান আমরা সোশ্যাল মিডিয়ায় পদ্মশ্রী করিমুল হকের নামে মিথ্যা বদনাম ছড়ানোর খবর পেয়ে ছুটে আসি এবং অ্যাম্বুলেন্স এর পরিষেবা নিয়ে যে মিথ্যা বদনাম ছড়ানো হচ্ছে তা সত্য নয়। পদ্মশ্রী করিমুল হককে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে এমনটাই দাবি করেন রোগীর আত্মীয়রা।