'পদ্মফুল উপড়ে ফেলতে হবে... লড়াইয়ের জন্য প্রস্তুত হন' ২১-এর মঞ্চ থেকে ২৬-র ডাক অভিষেকের
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২৬-র ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-র বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১-শে জুলাই। আর সেই মঞ্চে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কালী-দুর্গার নাম শোনা গেলেও রাম নাম শোনা যায়নি আর তা নিয়ে এদিন বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “আগে জয় শ্রী রাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী বলছে। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।”
তিনি বলেন, “বিজেপিকে প্রথম থেকেই আমরা বাংলাবিরোধী বলেছি। আজ থেকে ১৬-১৭ মাস আগে আমরা ব্রিগেডে সমাবেশ করেছিলাম। তাতে স্লোগান ছিল, জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম, সেটা শুধু স্লোগান না। ওটা বিজেপির চরিত্র উন্মোচন। শুধু রাজনৈতিক স্লোগান নয়। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।” অভিষেক বলেন, ‘‘আমরা বাংলায় কথা বলি। ১০০ বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন।’’
যে কটা আবর্জনা রয়েছে তাদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে। পদ্মফুল উপরে ফেলার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সেনাপতি। আরও বিজেপির ইডি-সিবিআই দৌরাত্ম্যকে চ্যালেঞ্চ করে তিনি বললেন, “মেরুদণ্ড বিক্রি করব না।” অভিষেক বলেন, ‘‘আমরা মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। এক দিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এক দিকে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’
ভাষণের শেষে দিল্লি কাঁপানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊