কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক নির্বাচন কমিটিতে অধীরসহ আর কারা?

One Nation One Election


এক দেশ এক নির্বাচনের লক্ষ্যে কমিটি গঠন করেছে কেন্দ্র। যে কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোট ৮ সদস্যের সেই কমিটিতে ঠাঁই পেলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury)।



আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। সেই বিশেষ অধিবেশনে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রের মোদী সরকার। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এক দেশ এক নির্বাচন বিল পেশ করা হতে পারে। এর মাঝেই এক দেশ এক নির্বাচন বাস্তবায়ন করতে কমিটি গঠন করলো কেন্দ্র।



প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থাকছেন সেই কমিটির নেতৃত্বে। সেই কমিটিতে জায়গা পেয়েছেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদও রয়েছেন। রয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং। লোকসভার প্রাক্তন সাধারণ সচিব সুভাষ কাশ্যপ এবং বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে। প্রাক্তন চিফ ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি।