Breaking News: 2000 টাকার নোট নিয়ে নয়া ঘোষনা দিল RBI
2000 টাকার নোট নিয়ে নয়া ঘোষনা দিল RBI। আজ ৩০ শেষ সেপ্টেম্বর ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করার বা বদল করার শেষ দিন। আর শেষ দিনে আজ নয়া ঘোষনা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যারা কোনো কারণে ২০০০ টাকার নোট জমা করতে পারেননি এখনও, দুশ্চিন্তায় রয়েছেন তাঁদের জন্য স্বস্তির খবর শোনালো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে একটি পর্যালোচনার ভিত্তিতে ২০০০ টাকার নোট জমা/বিনিময় করার সময় ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষনার ফলে যারা এখনো ২০০০ টাকার নোট বদল বা জমা করতে পারেননি তাঁরা কিছুটা হলেও চিন্তা মুক্ত হল।
চলতি বছরের ১৯ মে আরবিআই বিবৃতি দিয়ে ২০০০ টাকা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট যে কোনও ব্যাঙ্কে বা আরবিআই-এর আঞ্চলিক শাখাগুলিতে বিনিময় করা যেত। এবার আরও সাতদিন সেই সময়সীমা বাড়িয়ে দিল আরবিআই। তবে সব ব্যাঙ্কে বিনিময় করা যাবে শুধুমাত্র আরবিআই-এর শাখাতেই করা যাবে বিনিময়। আরবিআইয়ের ১৯টি শাখায় ২০০০ টাকার নোট বদল করা যাবে। সশরীরে গিয়ে বা ভারতীয় ডাকের মাধ্যমেও আরবিআইয়ের যে কোনও শাখায় ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊