G20 Summit 2023: বদলে গেল দেশের নাম! রাষ্ট্রপতির চিঠি ঘিরে বিতর্ক
কিছুদিন আগেই বিজেপি বিরোধী জোটের নামে ছিল চমক। বিরোধী জোটের নাম ছিল I.N.D.I.A.। দেশের নামের সঙ্গে মিল করে বিরোধী জোটের নাম রাখা নিয়ে কম জলঘোলা হয়নি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে সরব হয়েছেন একাধিক বার। ইন্ডিয়া জোটকে নিয়ে করা মন্তব্যে মুজহাদিনকেও টেনে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের নামেও INDIA রয়েছে, এমনই মন্তব্য করেছিলেন তিনি। এই আবহে 'ইন্ডিয়া'র বদলে দেশের নামে ব্যবহার করা হল 'ভারত'। যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।
জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে যে নিমন্ত্রণপত্র গিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, তাতে ইংরেজিতে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র (President of India) পরিবর্তে 'প্রেসিডেন্ট অফ ভারত' (President of Bharat) লেখা হয়েছে। আর তারপরেই নয়া বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, সংবিধান লঙ্ঘন করে দেশের নাম বদল করে দেওয়া হচ্ছে।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সরকারি নিমন্ত্রণপত্রে 'India'র পরিবর্তে 'ভারত' লেখার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরাও। শুধু এই আমন্ত্রন পত্রেই নয় বিদেশি অতিথিদের নিয়ে যে পুস্তিকা পাঠানো হয়েছে তাতেও ইন্ডিয়ার পরিবর্তে ভারত করা হয়েছে বলে খবর। শীর্ষক হিসেবে লেখা হয়েছে, 'Bharat, The Mother of Democracy', অর্থাৎ 'ভারত, গণতন্ত্রের জননী'।
বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ X-এ লেখেন, 'খবর তাহলে সত্য। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি-২০ সম্মেলনের নৈশভোজের নিমন্ত্রণপত্রে পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে। সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে’।
প্রসঙ্গত, দেশের সংবিধানে 'India' এবং 'ভারত' দুইয়ের উল্লেখই রয়েছে। তবে ইংরাজীতে সাধারনত India লেখা হয়। কিন্তু এবার পাকাপাকি ভাবে ভারত লেখার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে! India এর পরিবর্তে ভারত। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে পাঁচ দিন ব্যাপী বিশেষ অধিবেশনের ঘোষণা করা হয়েছে। সেখানে এই প্রস্তাব আনতে পারে কেন্দ্র এমনটাই মনে করা হচ্ছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের নাম I.N.D.I.A রাখা নিয়েও কম টানাপোড়েন হয়নি। সেই আবহে ইংরেজি ভাষায় লেখা সরকারি চিঠিতে দেশের নাম 'INDIA' না লিখে 'ভারত' লেখায় বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা সংবিধান লঙ্ঘন করে নাম পাল্টানোর অভিযোগ তুলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊