উপনির্বাচনে জেতানোর উপহার! ধূপগুড়ি নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর!
আজ বিকেলে নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতিকে পোক্ত করলেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, ধূপগুড়ি মহকুমা হচ্ছেই।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ধুপগুড়ি, সাবডিভিশন হবেই। বানারহাট ব্লক নিয়ে ধুপগুড়ি শহর ও গ্রামীণ এলাকা নিয়ে মহাকুমা হবে ধুপগুড়ি। আর এটাই খুশির হওয়া বইছে ধুপগুড়ি শহর জুড়ে।
মুখ্যমন্ত্রীর ধূপগুড়িকে মহাকুমা ঘোষণা করার পড়েই আনন্দে আত্মহারা ধুপগুড়িবাসী। এদিন সন্ধ্যায় ধুপগুড়ি শহরে ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা একটি বিশাল মিছিলের আয়োজন করে। মুখ্যমন্ত্রী কে নাগরিক মঞ্চের তরফে ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্যরা।
প্রসঙ্গত, গত ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন হয়। আর সেই নির্বাচনের প্রচারে ধূপগুড়িতে এসে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। এদিকে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আর এরপরেই ধূপগুড়ি যে মহকুমা ঘোষিত হবে তার ছিল সময়ের অপেক্ষা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার কথা জানালেন। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ধূপগুড়ি জুড়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊