কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু, পিস্তল থেকে গুলি চালালেন মন্ত্রীর ছেলে  !

Kaushal Kishore, pm modi,
file photo: Kaushal Kishore with pm modi




লখনউয়ের দুবাগ্গায় কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের (Kaushal Kishore) বাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিনয় শ্রীবাস্তব। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।


ঘটনাটি ঠাকুরগঞ্জ থানার বেগরিয়া গ্রামে। বিনয় শ্রীবাস্তবের আত্মীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। যেখানে তারা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের (Kaushal Kishore) ছেলে বিকাশ কিশোরের পিস্তলের গুলিতে বিনয়ের মৃত্যু হয়েছে।

(ads1)

ঘটনাস্থলে পৌঁছেছে ঠাকুরগঞ্জের দুবগ্গা থানার পুলিশ। বিনয় শ্রীবাস্তব কেন্দ্রীয় মন্ত্রীর (Kaushal Kishore) ছেলের ঘনিষ্ঠ ছিলেন। বলা হচ্ছে, গুলি চালানোর সময় বাড়িতে আরও অনেকে উপস্থিত ছিলেন।


পুলিশ কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার মাথায় গুলি লেগেছে। ঘটনাস্থলে ফরেনসিক দলও রয়েছে। তদন্ত করা হচ্ছে। কোন পরিস্থিতিতে গুলি চালানো হয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

(ads2)

বিষয়টি সম্পর্কে মন্ত্রী কৌশল কিশোর (Kaushal Kishore) বলেন, বিষয়টি তিনি জানতে পেরে কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের জানান। এছাড়া নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি তদন্তের বিষয়। যা সত্য তাই বেরিয়ে আসবে।