ভূগোলের এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল দিনহাটা মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ে

Geography workshop


ভূগোলের এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল দিনহাটা মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ে। আজ দুপুর ১২টা নাগাদ শুরু হয় এই কর্মশালা যা চলে ১টা পর্যন্ত। "ভূগোল এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা" এর ওপর এই কর্মশালায় সাম্প্রতিক মহাকাশ গবেষণা রিমোট সেন্সিং ও GIS নিয়ে আলোচনা করা হয়। 



এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন দিনহাটা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান প্রফেসর ড. বাপ্পা সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুপা বন্দ্যোপাধ্যায় ; অন্যান্য শিক্ষক- শিক্ষিকা এবং বিদ্যালয়ের সমস্ত সদস্য। বিদ্যালয়ের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর মোট ১১০ জন ছাত্রী এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিল। কর্মশালার আয়োজনে সাহায্য করে ছিলেন দিনহাটা মিশন গার্লস হাই স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক সৌম্যদ্বীপ দেবগুপ্ত।



ছাত্রীরা উৎসাহের সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করেছিল এবং প্রশ্ন উত্তর মাধ্যমে বিষয়টি গুরুত্ব জানার চেষ্টা করেছিলো। কর্মশালা ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।