Ganesh Chaturthi । Biswakarma Puja । সামনেই গণেশ পূজা এবং বিশ্বকর্মা পূজা, জানুন সঠিক সময় তারিখ 

Ganesh Chaturthi । Biswakarma Puja ।


ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2023) করা হয়। কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2023)  অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2023) করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক। তবে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা (Biswakarma Puja 2023) করে থাকেন।


বিশ্বকর্মা পূজার (Biswakarma Puja 2023 Date and Time) তারিখ, সময় তিথি

ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিও বলা হয়। এই বছর কন্যা সংক্রান্তি ১৭ সেপ্টেম্বর দিন ১১ টা ৩২ মিনিটে শুরু হবে। এই দিনে রাহুকাল শুরু হবে সকাল ১১ টা ৩২ মিনিটে। জ্যোতিষবিদদের মতে রাহুকালকে ছেড়ে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো করতে হবে।


Vishwakarma Puja Date on Monday, September 18, 2023

Vishwakarma Puja

Kanya Sankranti on Monday, September 18, 2023




Ganesh Chaturthi 2023 Date

এ বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থী 19 সেপ্টেম্বর 2023। এ দিন থেকে শুরু হচ্ছে গণেশ চতুর্থী। এটি 28 সেপ্টেম্বর 2023 তারিখে, অনন্ত চতুর্থীর দিনে শেষ হবে। এদিন বাপ্পার প্রতিমা বিসর্জন করা হয়।


গণেশ স্থাপন 2023 মুহুর্ত

ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি 18 সেপ্টেম্বর দুপুর 12:39 মিনিট থেকে শুরু হচ্ছে। এটি 19 সেপ্টেম্বর দুপুর 01:43 টায় শেষ হবে।


গণেশ স্থাপনের জন্য শুভ সময়

গণেশ স্থাপনের শুভ সময় 19 সেপ্টেম্বর 2023 তারিখে সকাল 11:07 টা থেকে 01:34 টা পর্যন্ত।