Breaking: গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

Chandrababu Naidu


বড় খবর! দুর্নীতির দায়ে গ্রেপ্তার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দিল্লীতে চলে জি২০ বৈঠক। জি-২০ বৈঠকের মধ্যেই দক্ষিণে হাই-ভোল্টেজ ড্রামা! অন্ধ্রপ্রদেশের সিআইডির হাতে গ্রেফতার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নান্দিয়াল শহরে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি। বিজয়ওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয়েছে।


স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। সিআরপিসি-র ৫০-এর এক এবং দুই ধারায় অভিযোগ আনা হয়েছে নাইডুর বিরুদ্ধে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ১৩টি ধারাতেও অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে আছে ১২০-র আট, ১৬৬, ১৬৭, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১, ৪০৯, ২০১ ১০৯, ৩৪ এবং ৩৭ নম্বর ধারায় অভিযোগ দায়েের হয়েছে বলে জানা গেছে। 



খবর ছড়িয়ে পড়তেই অন্ধ্র পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বাধে টিডিপি কর্মী, সমর্থকদের। টিডিপি প্রধানের গ্রেফতারের পর কার্যত উদ্বিগ্ন টিডিপি কর্মী সমর্থকরা। 


নারা চন্দ্রবাবু নাইডু, যিনি চন্দ্রবাবু নাইডু বা CBN নামেও পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অন্ধ্র প্রদেশ বিধানসভার বর্তমান বিরোধী দলের নেতা। নাইডু 1995 থেকে 2004 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং 2004 থেকে 2014 সাল পর্যন্ত তৎকালীন অন্ধ্র প্রদেশে বিরোধীদলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত বিভক্ত অন্ধ্র প্রদেশে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে একজন বিধায়ক হিসাবে তার অষ্টম মেয়াদে, তিনি যুক্ত অন্ধ্র প্রদেশে সবচেয়ে দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ডটি রেখেছেন। তিনি তেলেগু দেশম পার্টির (টিডিপি) জাতীয় সভাপতি।