Durga Puja 2023: আর বাকি একমাস, বোধন থেকে বিসর্জন কবে থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব?
কাশবনে লেগেছে দোলা
আর বাকি কয়েকটা দিন
আসছে মা বছর পরে
বাঙালির ঘরে...
আর বাকি ৩০টা দিন আর তারপরেই বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে কুমোরটুলিতে যেমন ব্যস্ততা তুঙ্গে তেমনি পুজো মণ্ডপের কাজ চলছে জোরকদমে। বছর পরে আসছে মা মাতবো আমরা উৎসবে আনন্দে। হাতে আর এক মাস পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে হোর্ডিং, তুঙ্গে প্রস্তুতি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ক্লাবগুলো ব্যস্ত পুজোর প্রস্তুতিতে। প্রতিবছরের মতো এবছরেও বহু ক্লাবে থিম পুজো হবে। তাঁদেরও প্রস্তুতি চলছে জোরকদমে।
চলুন জেনে নেওয়া দুর্গা পূজার সময় সূচী (Durga Puja 2023):
১৪ই অক্টোবর, শনিবার-মহালয়া (Mahalaya 2023)
১৯ই অক্টোবর, বৃহিস্পতিবার- পঞ্চমী
২০ই অক্টোবর, শুক্রবার- মহাষষ্ঠী
২১শে অক্টোবর, শনিবার- মহাসপ্তমী
২২শে অক্টোবর, রবিবার- মহাষ্টমী
২৩শে অক্টোবর, সোমবার- মহানবমী
২৪শে অক্টোবর, মঙ্গলবার- বিজয়াদশমী (Vijaya Dashami)
মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষনে হবে সন্ধিপূজা।
ইতিমধ্যে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে দুর্গাপূজা নিয়ে প্রস্তুতি।
সাধারণত, বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ড এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাঁকজমকের সঙ্গে পালিত হয় এই উৎসব। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথামাফিক শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালন করে। এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালিরাও দুর্গাপূজা পালন করে থাকেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊