Duare School: দুয়ারে সরকার, দুয়ারে রেশন এবার দুয়ারে বিদ্যালয়

Duare School



সিউড়ি একনং ব্লকের কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশন (উচ্চ মাধ্যমিক) পড়ুয়াদের বাড়ি বাড়ি গেলো অর্থাৎ দুয়ারে বিদ্যালয় কর্মসূচি করলো শনিবার। স্কুলছুট পড়ুয়ার সংখ্যা কমানোর লক্ষ্যে এই বিদ্যালয়ের তরফে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
 


অভিভাবক সুলতা কাহার,রিমপা কাহার বলেন, "ছেলেরা স্কুল যায় না তাই মাস্টারমশাইরা এসেছে । রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করালো ।" 



সহশিক্ষক পার্থসারথি ঘোষ বলেন, "কোভিডের পর বেরিয়েছিলাম আবার একবার বেরোলাম । স্কুলছুট পড়ুয়ার সংখ্যা কমানোর জন্য চেষ্টা করছি । স্কুল না যাওয়ার কারণ জানতে চাইছি ।" 



নবম শ্রেণীর ছাত্র হীরাডাঙগাল গ্রামের রাজ অঙ্কুর বলে, "বাবার শরীর খারাপ ছিল তাই দুই তিনমাস স্কুল যেতে পারি নাই । খুব খারাপ লাগছে স্যাররা এতোদূর থেকে বাড়ীতে আসার জন্য । আগামীদিনে স্কুল যাবো ।" 



ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা বলেন, "ক্লাস নাইনের রেজিস্ট্রেশন চলছে এখনো পর্যন্ত কুড়ি একুশজন ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন করে নি । এখন কেউ কাজে চলে গিয়েছে বা অন্য কারনে স্কুলে যাচ্ছে না সেই কারণ জানার জন্যই দুয়ারে বিদ্যালয় কর্মসূচি ।"