৫ই অক্টোবর CBI-ED দফতর অভিযানের ডাক CPIM-এর, সাংবাদিক বৈঠকে ঘোষনা সেলিমের

Mahammad Selim


৫ই অক্টোবর CBI-ED দফতর অভিযানের ডাক দিল সিপিআইএম। আজ সাংবাদিক বৈঠকে ৫ই অক্টোবর CBI-ED দফতর অভিযানের ডাক দিয়ে ঘোষনা দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


এদিন সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম জানান, রাজনীতির রঙ না দেখে ইডি সিবিআই যেন কাজ করে তার জন্য এই অভিযান। সারদা, নারদা সহ একাধিক কেসে দোষী, যারা বিজেপিতে যোগ দিল তাঁদের কেস গুলো যেমন ইডি সিবিআই যেন ঠাণ্ডাঘরে না পাঠায়। 



এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের ইডি তলব নিয়েও মন্তব্য করেন তিনি। চুরি দুর্নীতি ইস্যুতে অভিষেকের যদি ফাঁসির সাজা হয়, তাহলে তিনি প্রথম বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় । এই প্রসঙ্গে মহঃ সেলিমের বক্তব্য, "চুরি দুর্নীতির মামলা হয়েছে । তবে, এই অপরাধে ফাঁসি হবে না । এরকম কোনও আইন নেই । ফাঁসির হুকুম হলে আমি প্রথম বিরোধিতা করব ।"


৫ই অক্টোবর সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএমের, সাংবাদিক বৈঠকে জানালো মহম্মদ সেলিম

৫ই অক্টোবর সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএমের, সাংবাদিক বৈঠকে জানালেন মহম্মদ সেলিম #today #cpimnews #CPIM

Posted by Sangbad Ekalavya on Wednesday, September 13, 2023