Madhumita Sarkar: শাড়িতে ঝড় তুলেছে মধুমিতা



Madhumita Sarkar
photo credit: social media



মধুমিতা সরকার ছোটপর্দার ”বোঝেনা সে বোঝে না” ধারাবাহিকে অভিনয় করেন পাখি চরিত্রে। পরে তিনি বড়পর্দায় অভিনয় করে অনুরাগীদের মনের মণিকোঠায় বাসা বেঁধে ফেলেছে খুব সহজেই।

Madhumita Sarkar
photo credit: social media



দর্শকমহল মধুমিতা সরকারের খোলামেলা পোশাকে এবং তাঁর স্নিগ্ধতায় মুগ্ধ । টলিউড থেকে সোজা হলিউডি গ্ল্যামারে নিজেকে মেলে ধরেছেন মধুমিতা। তাই যত দিন গড়াচ্ছে,ততই যেন গ্ল্যামারাস হয়ে উঠছেন অভিনেত্রী। শুধু গ্ল্যামারের দিক থেকেই নয়, মধুমিতার শারীরিক সৌন্দর্য সত্যি প্রশংসনীয়।

Madhumita Sarkar
photo credit: social media


হাজারও কৌতূহল তাই নায়িকাকে ঘিরে দর্শকদের মনে রয়েছে । শরীরে এক ফোটাও অতিরিক্ত মেদ কী করে নেই তাঁর? কীভাবে এমন স্লিম ট্রিম করে ধরে রেখেছেন তিনি নিজেকে?। এই সমস্ত প্রশ্নের উত্তর অভিনেত্রীর কাছে একটাই, প্রতিদিন শরীরচর্চা করা এবং সঠিক খাবার খাওয়াই হল তাঁর সুন্দর থাকার আসল চাবিকাঠি।


সম্প্রতি অভিনেত্রীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, শাড়িতে সেজে উঠেছেন তিনি। হাত ভর্তি চুরি, হাতের কাজ করা ব্লাউজ আর লাল রঙের শাড়ি। বুকের ভাজ স্পষ্ট। ছবিতে মধুমিতার যৌবন যেন উছলে পড়ছে।

Madhumita Sarkar
photo credit: social media


মধুমিতার খোলামেলা ওই পোশাক,রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনারও। তবে এমনভাবে শাড়িতে এই প্রথম নয়। বাঙালি কন্যার শাড়ি প্রেম এর আগেও দেখা গেছে একাধিক ছবিতে।