Latest News

6/recent/ticker-posts

Ad Code

Deshabandhu Mahavidyalaya Golden Jubilee 2023 : চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী মহোৎসব

Deshabandhu Mahavidyalaya Golden Jubilee 2023

chittaranjan college asansol


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

সুবর্ণজয়ন্তী মহোৎসব চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ের। যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।

এদিন তিনি জানান, পড়াশুনার জন্য তিনি এবং তার দল সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, শিক্ষার আরও অগ্রগতি ঘটিয়ে এই কলেজকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নম্বর কলেজ হিসেবে শীর্ষে নিয়ে যেতে হবে দেশবন্ধু মহাবিদ্যালয়কে।

মহাবিদ্যালয়ের প্রবেশ দ্বারটিকে আরো সুদৃশ্য বড় করে তোলার আশ্বাস দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ত্রিদিব সন্তপা কুন্ডুর অনুরোধে। এছাড়াও তিনি আশ্বাস দেন অডিটোরিয়াম হলটিকে শীততাপ নিয়ন্ত্রিত করার।

এরপর বিধায়ক বিধান উপাধ্যায় মহাবিদ্যালয় চত্বরে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিভাবে এখান থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সরাসরি কর্মজীবনে, চাকরি জীবনে প্রবেশ করা যাবে সেই বিষয়টি ব্যাখ্যা করেন অধ্যাপক অপূর্ব কুমার রায়।

এদিন অডিটোরিয়াম মঞ্চে সারাদিন ব্যাপী প্রাক্তনী, শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান পড়ুয়াদের নানান অনুষ্ঠান আলাপচারিতা, শ্রুতিনাট্য সহ আরো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা মুকুল উপাধ্যায়, তৃণমূল নেতা তথা সমাজসেবী ভোলা সিং সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code