রাজ্য রাজ্যপাল সংঘাত আদালতে! রাজ্যপালের দফতরের হলফনামা চাইলো হাইকোর্ট 


highcourt


রাজ্য রাজ্যপাল সংঘাত পৌঁছেছে আদালতে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল ফেলে রাখার অভিযোগে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলায় রাজ্যপালের হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট।



২০২২ সালের জুনে উপাচার্য নিয়োগ বিল পাশ হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। রাজ্যপালের কাছে পাঠানো হয় ওই বছর ১৫ জুন। কিন্তু সেই বিলে সই করেননি রাজ্যপাল। কেন? এক বছর কেটে গেলে বিল নিয়ে কোনো হস্তক্ষেপ করেননি রাজ্যপাল এমনটাই অভিযোগ। বরং উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল ইচ্ছাকৃত ভাবে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবিধানিক সঙ্কটের অভিযোগ তুলে মামলা হয়েছে আদালতে।



আদালতে মামলাকারী জানান, রাজ্যপালের কাছে যখন কোনও বিল পৌঁছয়, তিনটি কাজ করতে পারেন তিনি, ১) সম্মতি জানিয়ে বিলটিতে সই করতে পারেন, ২) কোও সংশোধনের প্রয়োজন হলে পরামর্শ দিতে পারেন, বা পরামর্শ ছাড়াও বিল ফেরত পাঠাতে পারেন, ৩) বিলটি রাষ্ট্রপতির কাছে ফেরত পাঠাতে পারেন তিনি। কিন্তু কোনো কাজই করেননি রাজ্যপাল।



মঙ্গলবার সেই মামলার শুনানিতে ৪ অক্টোবরের মধ্যে রাজ্যপালের দফতরকে হলফনামা জমা দিতে বলে আদালত।