ছয়টি রাজ্য জুড়ে সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল একনজরে
আজ ছয়টি রাজ্য জুড়ে সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল (Bypoll Results) ঘোষণা করা হয়, যা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে মুখোমুখি হওয়া I.N.D.I.A জোটের জন্য গুরুত্বপূর্ণ । এই বছরের শেষের দিকে আসন্ন রাজ্য নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনের আগে আজকের উপনির্বাচনের ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ন বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
শুক্রবার রাজ্যের ধুপগুড়ি উপনির্বাচনে তৃণমূল জয় লাভ করে। অপরদিকে ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে (Tripura By poll) বিরোধীদের কুপোকাৎ করে জয়ী হয়েছে রাজ্যের শাসকদল বিজেপি (BJP)। জলপাইগুড়ি জেলার জেতা আসন ধূপগুড়ি হারানোর ‘ক্ষতি’ বিজেপি এ ভাবেই পূরণ করেছে আর এক বাঙালি প্রধান রাজ্য ত্রিপুরায়।
গত বিধানসভা ভোটে ধনপুর ছিল বিজেপির দখলে। বক্সনগরে জিতেছিল সিপিএম। বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে হয়েছে উপনির্বাচন। বক্সনগরের সিপিএম বিধায়ক শামসুল হক প্রয়াত হয়েছেন। সেই কারণে এই দুই বিধানসভায় উপনির্বাচন হয় ত্রিপুরায়।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা (Tripura CM Manik Saha) বলেন, "আমরা কখনই ভাবিনি যে আমরা এত ভালো ফলাফল (result) করব। এই জয় বিভাজন নীতির বিরুদ্ধে জয়। আমরা তুষ্টিকরণের রাজনীতি দেখেছি। আর এখানকার ট্রেন্ড প্রকাশ করছে যে বিজেপির (BJP) প্রতি ভরসা ও বিশ্বাস রয়েছে মানুষের। মানুষ প্রধানমন্ত্রীর (PM) সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানের প্রতি আস্থা প্রদর্শন করেছে। এই জয় প্রমাণ দিচ্ছে যে অন্যান্য জায়গার পাশাপাশি সংখ্যালঘু এলাকাগুলিতেও আমরা জয়ী হব। এবারের উপনির্বাচনে জয়ের পিছনে সবার অক্লান্ত পরিশ্রম রয়েছে। এই জয় প্রমাণ করেন মানুষ ডবল ইঞ্জিন সরকারকে গ্রহণ করেছে। এর আগে ত্রিপুরায় এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। ২০১৮ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম এই ধরনের নির্বাচন । আর সেখানেই ত্রিপুরার লোক প্রমাণ করে দিলেন এখানে গণতন্ত্র রয়েছে। গণতান্ত্রিক ভাবে জয়ী হয়েছি আমরা।"
এদিকে গণনা শেষে উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এসপি প্রার্থী সুধাকর সিংহ ৪২,৭৫৯ ভোটে বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহানকে পরাস্ত করেছেন। উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২,৪০৫ ভোটে পরাজিত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী পার্বতী দাস। ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভার উপনির্বাচনে বিজেপি সমর্থিত আজসু প্রার্থী যশোদা দেবীকে ১৭,১৫৩ ভোটে হারালেন সে রাজ্যের শাসকদল জেএমএম প্রার্থী বেবি দেবী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊