Dhupguri By-Election:খাতা খুললো ইণ্ডিয়া জোট? উপ নির্বাচনে জয় পেলো তৃণমূল


india jote
নির্মল চন্দ্র রায়



বাম কংগ্রেস জোটের ভোটেই কি বাজিমাৎ? ধুপগুড়ি উপ নির্বাচনে জয়ী তৃণমুল । গত মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্যের একমাত্র উপ নির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী হলো শাসক তৃণমূল কংগ্রেস, এর সঙ্গেই বিগত বিধানসভার নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দল যে রাজনৈতীক খরার মধ্যে পড়েছিল শুক্রবারের উপ নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসকে তার থেকে অনেকটাই তুলে আনতে সমর্থ হলো বলেই মনে করছেন রাজনৈতীক বিশেষজ্ঞরা। এর পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত গেরুয়া শিবিরকে ঠেকাতে বামপন্থী এবং কংগ্রেস এই দুটি দলের ভোটের একটি বড় অংশ তৃণমুল কংগ্রেস প্রার্থীর পক্ষে গিয়েছে, সেই ক্ষেত্রে বলা যেতেই পারে কার্যত ইণ্ডিয়া জোটের খাতা খুললো পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে।

ধুপগুড়িতে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এটা ইন্ডিয়ার জয়।’’ যা ধুপগুড়ি ছাড়িয়ে সারা দেশের পক্ষেও তাৎপর্যপূর্ণ। কারণ, ছ’রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনে এনডিএ তথা বিজেপিকে পিছনে ফেলেছে ‘ইন্ডিয়া’।

মঙ্গলবার রাজ্যে একমাত্র জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা আসনেই বিধায়কের মৃতুর কারণে উপ নির্বাচন হয়ে ছিলো ।এই বিধানসভায় মোট ভোটার ছিলো ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।

শুক্রবার সকাল থেকে জলপাইগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয় ভোট গণনার কাজ। প্রথম দিকে বিজেপি প্রার্থী তাপসী রায় বার বার তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়ের লক্ষে পৌঁছেতে পারলেন না।

জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে জানানো শেষ ফলাফলে দেখা যায় ধুপগুড়ি বিধানসভা আসনে তৃণমুল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪,৩১৩ ভোটের ব্যাবধানে পরাজিত করেন।

বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২৬৪৮ টি ভোট, জয়ী তৃনমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৯৬৯৬১ টি ভোট।

জয় পেতেই গণনা কেন্দ্রের বাইরে আকাশে উড়তে থাকে সবুজ আবির। আনন্দ উল্লাসে মেতে উঠেছে বানারহাট সহ ধুপগুড়ি তথা জেলা জুড়েই।


আজ ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৪,৩১৩ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় জয়ী হলেন-

বিজেপি প্রার্থী তাপসী রায় মোট ভোট - ৯২৬৪৮।

তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় মোট ভোট - ৯৬৯৬১।

সিপিএম কংগ্রেস জোট প্রার্থী ইশ্বর চন্দ্র রায় মোট পেয়েছেন ১৩৬৬৬।