হৃদয়ে লেখা নাম রয়ে যাবে- মান্না দের গান গাইলেন পার্থ চ্যাটার্জী, কিন্তু কেন?

manna dey songs sung by partha chaterjee



আদালতে এসেছিলেন জামিনের শুনানির জন্য। বেরোনোর পথে হঠাৎই পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেল মান্না দে-র প্রেমের গানের লিরিক- হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন এমন গান শোনালেন পার্থ চ্যাটার্জী !



আজ আদালত থেকে বের হবার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্ন ছিলো ‘‘নাকতলার পুজোয় তো আর আপনার নাম থাকল না পার্থদা, তা হলে?’’


একসময় এই নাকতলার প্রধান উপদেষ্টা ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। হই হই করে পুজোর আয়োজন করতেন। খুঁটিপুজো থেকে শুরু করে উদ্বোধন— সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকতেন তিনি। তাঁরই উদ্যোগে মুখ্যমন্ত্রী আসতেন নাকতলার পুজোর উদ্বোধনে। আসতেন বিভিন্ন তারকারাও।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্ন শুনে বোধ হয় সেই সব দিনের কথাই মনে পড়ে যায় পার্থ চ্যাটার্জীর। প্রশ্ন শুনে সরাসরি কারও দিকে তাকালেন না প্রাক্তন মন্ত্রী। শুধু সামনের দিকে তাকিয়ে একটি ছন্দবদ্ধ লাইন বললেন। সেই লাইন মান্না দে-র প্রেমের গানের কথা। তবে তাতে সুর নেই। বললেন, ‘‘হৃদয়ে লেখা নাম রয়ে যাবে।’’


শুক্রবার নিম্ন আদালতে ছিল পার্থের জামিনের আবেদনের শুনানি। শিক্ষক নিয়োগ মামলায় গত এক বছর দেড় মাস হেফাজতে রয়েছেন তিনি । এর মধ্যে একটি পুজো প্রেসিডেন্সি জেলেই কেটেছে তাঁর। বছর ঘুরে আরও একটি পুজো আসন্ন। জামিনে মুক্তি চেয়ে ইতিমধ্যেই নিম্ন আদালতের পাশাপাশি হাই কোর্টেও আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে সেই মামলার শুনানিতে এখনও দেরি। আগামী ৯ অক্টোবর, পুজোর ঠিক দু’সপ্তাহ আগে সিদ্ধান্ত হবে আরও একটি পুজো পার্থ জেলেই কাটাবেন কি না।


পুজোর আর বাকি দেড় মাস। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি সর্বত্র শুরু হয়ে গিয়েছে পুরোদমে। থিম-প্যান্ডেল-প্রতিমা— নিয়ে ব্যস্ত নাকতলা উদয়ন সংঘের পুজো কমিটিও। যদিও নাকতলার পুজোর প্রধান উপদেষ্টা পার্থের পদে এখন বসানো হয়েছে রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসকে। নাকতলা থেকে সর্বতো ভাবে ছিন্ন হয়েছে পার্থের সম্পর্ক।


নাকতলা উদয়ন সংঘ থেকে তাঁর নাম 'গায়েব' হয়ে যাওয়া নিয়ে জানতে চাওয়া হলে পার্থ বলেন, 'হৃদয়ে নাম লেখা হলে তা রয়ে যায়। মুছে ফেলা যায় না।' নাকতলা উদয়ন সংঘের পুজো নিয়ে পার্থর এই মন্তব্য নেহাতই আক্ষেপের সুর বলেই মনে করছেন রাজনৈতিক মহল।