প্রধানের বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা, এলাকায় আতঙ্ক 





সাহেবগঞ্জ:

বুড়িরহাট ২ নং অঞ্চলের জিৎপুর-১ এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ২ টি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে জিৎপুরে ওয়ান এলাকার বাসিন্দা তথা বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি রায় মন্ডলের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়।

শুক্রবার সকাল আটটা নাগাদ গ্রাম পঞ্চায়েত প্রধান পিংকি রায় মন্ডল অভিযোগ করে বলেন গতকাল গভীর রাতে কে বা কারা আমার বাড়ির সামনে দুটি তাজা বোমা রেখে গিয়েছে জানিনা। আজ সকালে ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে আসি দেখি আমাদের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেই নাজিরহাট পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ এবং তাজা বোমা দুটি নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো বলেন এলাকায় আতঙ্ক ছড়াতে কে বা কারা এই তাজা বোমা দুটি রেখে গিয়েছে তা জানিনা।