Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিনেমার শুটিংয়ে অজগর ছুঁলেন সোহম, অজগরের গাঁয়ে পা তুলে ছবি তুলে বিতর্কে শ্যুটিং কর্মীরা

সিনেমার শুটিংয়ে অজগর ছুঁলেন সোহম, অজগরের গাঁয়ে পা তুলে ছবি তুলে বিতর্কে শ্যুটিং কর্মীরা  

Soham


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

সাতসকালে ডুয়ার্সের দক্ষিণ ধুপঝোরার একটি বেসরকারি রিসোর্ট থেকে উদ্ধার হল বিশালাকার অজগর সাপ,অজগরটিকে ছুঁয়ে দেখলেন অভিনেতা সোহম। খবর পেয়ে ধুপঝোরা বিট অফিস থেকে বন কর্মীরা এসে অজগরটিকে নিয়ে যায়। 


জানা যায় এদিন সকালে ওই রিসোর্টের কর্মীরা ওই অজগরটিকে দেখতে পায়। অনুমান রিসোর্টের পাশেই থাকা ছোট চা বাগান থেকে অজগর সাপটি লোকালয়ে চলে এসেছে। রিসোর্টটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। ওই রিসোর্টেই প্রধান সিনেমার শুটিং এর জন্য রাত্রিযাপন করছেন অভিনেতা দেব, সোহম সহ অন্যান্যরা। 



এদিন অজগরের খবর চাউর হতেই অভিনেতা সোহম এসে অজগরটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখেন। স্বচক্ষে ও নিজ হাতে জঙ্গলের অজগর সাপ দেখে স্বাভাবিকভাবেই উচ্ছসিত সোহম। পরে বন কর্মীরা অজগর সাপটিকে নিয়ে যায়। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।



শুধু অজগর ছুঁয়ে দেখাই নয়, পরবর্তীতে যা ঘটলো অজগরের গায়ে রীতিমতো পা তুলে ছবি তুলতে দেখা গেল শুটিং করতে আসা টিমের সদস্যদের।



এই ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরিবেশপ্রেমী সংগঠনের দাবি, এভাবে বন্যপ্রাণের উপর পা তুলে ভিডিও করা কোনো ভাবেই কাম্য নয়।

পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জানান, যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code