শহরের বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল বিজেপি যুব মোর্চা
দক্ষিণ দিনাজপুর:
শহরের বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল বিজেপি যুব মোর্চা। অভিযোগ বালুরঘাট শহরের বেশির ভাগ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। পুরসভার উদাসীনতার কারণেই দিন দিন রাস্তা আরো খারাপ হয়ে যাচ্ছে। সেই সব খারাপ রাস্তা সারাই করা হচ্ছে না বলেই অভিযোগ। এমত অবস্থায় পুরসভাকে একাধিক বার বিষয়টি জানিয়ে কোন লাভ হয়নি। বেহাল রাস্তার জন্য ঘটছে দুর্ঘটনা৷ মাঝে মধ্যেই হচ্ছে যানজট৷ তাই বিজেপি যুব মোর্চার শহর মন্ডলের নেতৃত্বে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হল।
পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনি এলাকায় খারাপ রাস্তায় সারাইয়ে হাত লাগায় বিজেপি যুব মোর্চা। এদিন বিজেপি যুব মোর্চার শহর মন্ডলের সভাপতি বাবুসোনা অধিকারীর উদ্যোগে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়৷ শুধু এ কে গোপাল কলোনির নয়, শহরের অন্যান্য রাস্তা মেরামত করা হবে বলে বিজেপি যুব মোর্চার তরফ থেকে জানানো হয়েছেl
পৌরসভার এম সি আই সি র সদস্য মহেশ পারেক জানান,বিজেপি আজ যে কাজ করলো তা হাস্যকর,পুজোর পর শহরের সবকটি রাস্তার সাড়াই এর টেন্ডার হয়েগেছে,যা পুজোর পর পরই কাজ শুরু হতে চলেছে।
0 মন্তব্যসমূহ
thanks