Police Day: আজ পুলিশ দিবস


WB Police Recruitment



১লা সেপ্টেম্বর। রাজ্য পুলিশের নানাবিধ প্রশংসনীয় অবদানের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পয়লা সেপ্টেম্বর দিনটিকে 'পুলিশ দিবস' হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনের পাশাপাশি সমাজ সেবা মূলক কর্ম করে নজর কেড়েছে জন সাধারনের। এছাড়াও, করোনার সংকট কালীন সময়েও শক্ত হাতে নিজেদের নিয়োজিত করেই চলেছেন পুলিশ। সেই কথা মাথায় রেখেই ২০২০-তে এই সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, “পুলিশকর্মীরা এত কাজ করছেন। তাই আমাদেরও তাঁদের দেখা উচিত। আগে আমরা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলাম। সেই বোর্ডও সাধ্যমতো কাজ করেছে। আবারও আমরা পুলিশের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই বোর্ড কাজ শুরু করবে। প্রতি বছর ওইদিন পুলিশ দিবস হিসাবে পালিত হবে।” পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।