BJP Coochbehar: লক্ষ্য লোকসভা! কোচবিহার জেলায় বিজেপির রদবদল!
সামনেই লোকসভা। ইতিমধ্যে বিজেপিকে দেশের মসনদ থেকে সড়াতে কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধী দল গুলি। শুরু হয়েছে বৈঠক। চলছে বিভিন্ন রাজনৈতিক কৌশল সাজানোর ঘুঁটি। এর মধ্যেই কোচবিহার জেলা বিজেপি সংগঠনের রুপরেখা সাজালো বিজেপি। কোচবিহার জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হল।
কোচবিহার জেলা বিজেপি সভাপতি বিধায়ক সুকুমার রায় মাথাভাঙা থেকে তুফানগঞ্জ, দিনহাটা থেকে কোচবিহার সকল মণ্ডলের সভাপতিদের নাম ঘোষনা করে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করেছেন। ৪২টি মণ্ডলের ৪২জন সভাপতির নাম ঘোষনা করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দিনহাটা ১,২,৩,৪,৫ মণ্ডলে সভাপতি করা হয়েছে যথাক্রমে বিদ্যুৎ কমল সরকার, প্রদীপ বর্মন, কমল বর্মন, সুশান্ত দাস, দুলাল বোস। কোচবিহার উত্তরের ৫ মণ্ডল সভাপতি যথাক্রমে জীবন দাস, উপেন্দ্র নাথ অধিকারী, পুলেন্দ্র নাথ কার্জী, ধীমান দাস ও বিনয় সরকার। কোচবিহার দক্ষিণে কমল নারায়ন, মহেন্দ্র বর্মন, মিঠুন রায়, দেবনিক ভট্টাচার্য ও শিবশঙ্কর রায়।
দেখুন পুরো তালিকা:
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊