এবার ভারতসেরা বাংলার গ্রাম, দেশের সেরা পর্যটন গ্রামের পুরষ্কার পাচ্ছে বাংলার গ্রাম কিরীটেশ্বরী

Best village




এবার ভারতসেরা বাংলার গ্রাম। দেশের সেরা পর্যটন গ্রামের পুরষ্কার পাচ্ছে বাংলার গ্রাম কিরীটেশ্বরী। মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রাম পাচ্ছে সেই পুরষ্কার। আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কৃত করা হবে এই গ্রামকে‌।



১১দিনের বিদেশ সফরে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অন্তর্গত কিরীটেশ্বরী গ্রাম হয়েছে দেশের সেরা। নরেন্দ্র মোদি সরকারে পর্যটন মন্ত্রক দিয়েছে যে স্বীকৃতি।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বার্তা, '৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সেরার স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কৃত করবে ভারত সরকার'।




সোশ্যাল মিডিয়ায় বাংলার গ্রামের অনন্য মুকুট জয়ের জন্য কিরীটেশ্বরী গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী লিখেছেন 'জয় বাংলা'।