Asian Games 2023 : বঙ্গপুত্র অনুশের হাত ধরেই এশিয়ানে সোনা জয় ভারতের

Asian Games


১৯ তম এশিয়ান গেমসের (Asian Games 2023) তৃতীয় দিনে একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। আর তাতেই জুড়ে গেছে বাংলার নাম। ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে এশিয়া সেরা হতে ভারতের হয়ে অন্যতম ভূমিকা নিয়েছেন কলকাতার ছেলে অনুশ আগারওয়ালা (Anush Agarwalla)। দীর্ঘ ৪১ বছর পর প্রথমবার ইসিহাস গড়ে এই বিভাগে সোনাজয়ী ভারত। দীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ আগারওয়ালের হাত ধরে এবারের এশিয়াডে এসেছে তৃতীয় সোনা।




কলকাতার ছেলে অনুশ। লা মার্টিনিয়ার বয়েজ স্কুলের ছাত্র। বালিগঞ্জের ২৩ বছরের অনুশ অনুশীলন করেন জার্মানিতে। কিন্তু তাঁর বিশ্বের অন্যতম সেরা ঘোড়সওয়ার হয়ে ওঠার পিছনে যাবতীয় প্রেক্ষাপটও এরাজ্য। মাত্র ৩ বছর বয়স থেকেই ঘোড়সওয়ার শুরু হয় তাঁর। কলকাতার রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব ও ক্যালকাটা পোলো ক্লাবেই অনুশের ক্রমশ ইকুয়েস্ট্রিয়ানের হাতেখড়ি থেকে পোক্ত হওয়া। ৮ থেকে ১৬ বছর কেটেছে ভারতেই আর এরপর দিল্লীতে চলে যায় অনুশ।




একসময় কঠিন পরিস্থিতির মাঝে পড়লেও অনুশ এবং তাঁর ঘোড়া ইত্রো ৭১.০৮৮ পয়েন্ট স্কোর করে ভারতকে এশিয়া সেরার লক্ষ্যে নিয়ে যায় ভারতকে। জানা যাচ্ছে, ২০২২ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (World Championship) সুযোগ পেয়েছিলেন। তবে একটি মাত্র স্থানের জন্য টোকিও অলিম্পিক্সে সুযোগ করতে পারেননি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে স্থান পাওয়ার লক্ষ্য নিয়ে অনুশীলন করছে অনুশ। এর মাঝেই এশিয়ানে সোনা জয় তাঁকে আরও পোক্ত করে তুললো বলেই মনে করা হচ্ছে।