Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asia Cup Ind vs Pak: ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, খেলা হবে রিজার্ভ ডে-তে

Asia Cup Ind vs Pak: ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, খেলা হবে রিজার্ভ ডে-তে

Asia Cup


আজ এশিয়া কাপের মহারণে সুপার ফোরে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ম্যাচের মাঝখানে দোসর হয় বৃষ্টি। সবশেষে বাতিল করতে হল খেলা। এখন আজকের খেলা রিজার্ভ ডে তে আগামী কাল হবে খেলা।



সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে পুরো ৫০ ওভারের ম্যাচ। খেলা শুরু হবে রবিবার ম্যাচ যেখানে থমকায়, তার পর থেকে। ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রানে খেলছিল ভারত। ক্রিজে ছিল বিরাট ও রাহুল। রিজার্ভ ডে তে এখান থেকেই হবে খেলা।



এদিন ভারতের হয়ে ওপেন করতে নামে রোহিত শর্মা ও গিল। ৪৯ বলে ৫৬ রান করেন রোহিত শর্মা অন্যদিকে শুভমন গিল ৫২ বলে ৫৮ রান করেন। গিলকে তুলে নেয় শাহিন আফ্রিদি আর রোহিতকে তোলে শাদাব খান। বৃষ্টির কারণে পুরোপুরি রিজার্ভ ডে তে গড়ানোর আগে ক্রিজে ছিলেন বিরাট ও রাহুল। ১৬ বলে ৮ রানে খেলছিলেন বিরাট এবং ২৮ বলে ১৭ রানে খেলছিলেন রাহুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code