Asia Cup, IND vs NEP: দাপুটে ব্যাটিং, নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত 

Ind vs Nep


এশিয়া কাপে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। প্রথম ইনিংস খেলা হলেও দ্বিতীয় ইনিংস হয়নি খেলা ফলে অমীমাংসিত ম্যাচে পয়েন্ট ভাগ করে নেয় ভারত ও পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল নেপাল। পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নেপাল লড়াই করার রসদ সংগ্রহ করে নেয় বটে, তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় তুলে নিতে বিশেষ বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে।



টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নেপালকে। ১০ উইকেট খুইয়ে ২৩০ রান তোলে নেপাল। এদিনের ম্যাচেও বৃষ্টি থাবা মারে।  বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যাওয়ার পথে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য ২৩ ওভারে ১৪৫ রানের টার্গেট ছিল ভারতের সামনে। বিনা উইকেটে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত।  ১০ উইকেটে জেতে ভারত।



সুপার ফোরে জায়গা পেতে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না নেপালের সামনে। অন্যদিকে সুপার ফোরে মেতে ভারতকেও জিততে হত এই ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় ছিনিয়ে সুপার ফোরে চলে গেল ভারত।