Asia Cup: পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৭ রানের বিশাল রানের স্কোর গড়লো ভারত

Virat Kohli


এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের ভারত-পাক ম্যাচ রবিবার বৃষ্টির জন্য ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে। ফলে আজ হচ্ছে খেলা। হাই-ভোল্টেজ এই লড়াইয়ে এদিনও ম্যাচ শুরুর আগে হয় বৃষ্টি। ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ও বিরাট কোহলি। গত দিনের ভাঙা ওভার শুরু করেন শাদব খান।



আজ প্রথম থেকেই খেলা শুরু করে কোহলি ও রাহুল। কোহলি ও রাহুলের দাপটে ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে ভারত। রবিবার ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রানে খেলছিল ভারত। ক্রিজে ছিল বিরাট ও রাহুল। বৃষ্টির কারণে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। রিজার্ভ ডে তে এখান থেকেই শুরু হয়েছে খেলা।




রবিবার ভারতের হয়ে ওপেন করতে নামে রোহিত শর্মা ও গিল। ৪৯ বলে ৫৬ রান করেন রোহিত শর্মা অন্যদিকে শুভমন গিল ৫২ বলে ৫৮ রান করেন। গিলকে তুলে নেয় শাহিন আফ্রিদি আর রোহিতকে তোলে শাদাব খান। বৃষ্টির কারণে পুরোপুরি রিজার্ভ ডে তে গড়ানোর আগে ক্রিজে ছিলেন বিরাট ও রাহুল। ১৬ বলে ৮ রানে খেলছিলেন বিরাট এবং ২৮ বলে ১৭ রানে খেলছিলেন রাহুল। কিন্তু আজ আর কোনো উইকেট হারায়নি ভারত। খেলতে খেলতে থাকে কোহলি ও রাহুল।



কোহলি ৯৪ বলে ১২২ ও রাহুল ১০৬ বলে ১১১ রানে নট আউট থেকে ভারতের ইনিংস শেষ হয় আজ। ভারতের ইনিংস দেখলে বোঝা যাচ্ছে এই ম্যাচে দাপিয়ে খেলেছে ভারতীয় ব্যাটিং অর্ডার। ব্যাট করতে নামা চার ব্যাটারের দুজন করেছে হাফ সেঞ্চুরি আর দুজন করেছে সেঞ্চুরি। শেষমেষ ৩৫৭ রানের টার্গেট পাকিস্তানকে ছুঁড়ে দিল ভারত।