Asia Cup Ind vs Pak: কুলদীপের দাপট, বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারালো ভারত
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই এক বিরাট লড়াই। সেই লড়াইয়ের দিকে মুখিয়ে ছিল ক্রিকেট প্রেমীরা। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। কিন্তু মাঝপথে দোসর বৃষ্টি। বন্ধ হয় খেলা। খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। সেই ম্যাচে রেকর্ড জয় ভারতের।
প্রথা অনুযায়ী কাল যেখানে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ সেখান থেকেই শুরু হয় খেলা। হাই-ভোল্টেজ এই লড়াইয়ে এদিনও ম্যাচ শুরুর আগে হয় বৃষ্টি। ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ও বিরাট কোহলি। গত দিনের ভাঙা ওভার শুরু করেন শাদব খান। ৫০ ওভারে ৩৫৬ রানে বিরাট স্কোর গড়ে ভারত। সৌজন্যে চার ভারতীয় ব্যাটার। দুজন ছিলেন অপরাজিত।
রবিবার ভারতের হয়ে ওপেন করতে নামে রোহিত শর্মা ও গিল। ৪৯ বলে ৫৬ রান করেন রোহিত শর্মা অন্যদিকে শুভমন গিল ৫২ বলে ৫৮ রান করেন। গিলকে তুলে নেয় শাহিন আফ্রিদি আর রোহিতকে তোলে শাদাব খান। বৃষ্টির কারণে পুরোপুরি রিজার্ভ ডে তে গড়ানোর আগে ক্রিজে ছিলেন বিরাট ও রাহুল। ১৬ বলে ৮ রানে খেলছিলেন বিরাট এবং ২৮ বলে ১৭ রানে খেলছিলেন রাহুল। কিন্তু আজ আর কোনো উইকেট হারায়নি ভারত। খেলতে খেলতে থাকে কোহলি ও রাহুল। কোহলি ৯৪ বলে ১২২ ও রাহুল ১০৬ বলে ১১১ রানে নট আউট থেকে ভারতের ইনিংস শেষ হয় আজ। ভারতের ইনিংস দেখলে বোঝা যাচ্ছে এই ম্যাচে দাপিয়ে খেলেছে ভারতীয় ব্যাটিং অর্ডার। ব্যাট করতে নামা চার ব্যাটারের দুজন করেছে হাফ সেঞ্চুরি আর দুজন করেছে সেঞ্চুরি। শেষমেষ ৩৫৭ রানের টার্গেট পাকিস্তানকে ছুঁড়ে দিল ভারত।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানকে মূলত তাসের ঘরের মতো ভেঙে ফেলে ভারতীয় বোলাররা। পাকিস্তানের কোনো খেলোয়াড়কেই ৩০-এর গণ্ডই টপকাতে দেয়নি ভারতীয় বোলাররা। একের পর এক উইকেট খুইয়ে ৩২ ওভারেই নিজেদের ইনিংসে ইতি টানে পাকিস্তান। ফকির জামান ৫০ বলে ২৭, বাবর আজম ২৪ বলে ১০, সালমান ৩২ বলে ২৩, ইফতিকার ৩৫ বলে ২৩ রান করে। আর কোনো পাকিস্তানি খেলোয়াড় দুই অঙ্কের গণ্ডি টপকাতে পারেনি। ৩২ ওভারে ১২৮-এ আটকে যায় পাকিস্তানের ইনিংস। যার নেপথ্যে কুলদীপ যাদব। একাই ৫টি উইকেট নেন কুলদীপ। বুমরাহ, শার্দুল, হার্দিক নেয় একটি করে উইকেট। ২২৮ রানে বিশাল জয় পায় ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊