Aditya-L1 Mission: সফলভাবে কক্ষপথ বদল ভারতীয় সৌরযানের, জানাল ISRO
সফলভাবে কক্ষপথ পরিবর্তন করলো সূর্যযান। ২রা সেপ্টেম্বর সূর্যের লক্ষ্যে মিশন লঞ্চ করেছে আইএসআরও। ভারতের সৌর অভিযানের (Solar Mission) পরের ধাপও এবার উতরে গেল আদিত্য এল ১। প্রথম আর্থ বাউন্ড ম্যানুভার (first Earth-bound maneuvre) বাউন্ড সফলভাবে সম্পন্ন করেছে আদিত্য এল ওয়ান (Aditya L1)। পৃথিবীকে প্রদক্ষিণ করার প্রথম ধাপ এটি।
আইএসআরও টুইট করে জানিয়েছে, বেঙ্গালুরুর ISTRAC থেকে গোটা বিষয়টি সফলভাবে করা হয়েছে, এর ফলে এখন নতুন কক্ষপথে উঠে এল আদিত্য এল ওয়ান। ২৪৫ কিমি X ২২৪৫৯ কিলোমিটার এ রয়েছে এখন ভারতের সৌরযান।
এরপরের ম্যানুভার বা কক্ষপথ বদল হওয়ার কথা আগামি ৫ই সেপ্টেম্বর রাতে। জানা যাচ্ছে ৫ বছর ধরে চলবে আইএসআরও এর এই অভিযান। ল্যাগ্রেঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে অতি বেগুনি রশ্মির প্রভাব খতিয়ে দেখবে আদিত্য এল ওয়ান। আগাম আঁচ পাওয়ার চেষ্টা অন্যান্য সৌর বিপদ নিয়েও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊