Abhishek Banerjee: 'কোনো কড়া পদক্ষেপ নয়', ইডির তলবে রক্ষাকবজ পেল অভিষেক
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর তার আগে আজ রক্ষাকবচ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রক্ষা কবজও পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনই কোন কড়া পদক্ষেপ নয় জানিয়ে দিল আদালত।
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, অভিষেকের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি মামলা বিচারাধীন থাকাকালীন কোনও কড়া পদক্ষেপ না করার আর্জি জানান। ইডির আইনজীবী জানায় সমন পাঠানো মানেই গ্রেফতার নয়। অন্য বেঞ্চে মামলা চলছে সেখানে রিপোর্ট দিতে হবে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'সমন পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ সমস্যা নেই। তল্লাশিতেও বাধা নেই। তবে অন্য কিছুর জন্য একটু অপেক্ষা করুন। তাই বলা হয়েছে কড়া পদক্ষেপ না নিতে'।
প্রসঙ্গত, আগামীকাল ইন্ডিয়া জোটের কো অর্ডিনেশন কমিটির বৈঠক রয়েছে। এদিকে একই দিনে অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছে ইডি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊