Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোডশেডিং এর প্রতিবাদে হ্যারিকেন-লন্ঠন হাতে পথে নামল বাঁকুড়ার বিধায়াক নীলাদ্রি শেখর দানা

লোডশেডিং এর প্রতিবাদে হ্যারিকেন-লন্ঠন হাতে পথে নামল বাঁকুড়ার বিধায়াক নীলাদ্রি শেখর দানা

Niladri Sekhar Dana


একদিকে জেলার তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী অপরদিকে দিনের পর দিন বাঁকুড়ায় লোডশেডিং। দুই এর যাতাকলে পড়ে নাভিশ্বাস জেলাবাসীর। এরই প্রতিবাদে রবিবার হ্যারিকেন-লন্ঠন হাতে পথে বসেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। 



বাঁকুড়ার কানকাটা এলাকায় পথে বসে রাজ্যের শাসক দলের দিকে কটাক্ষের সুর ছুড়ে দিয়ে তিনি বলেন, আমাদের আগের কথা মনে পড়ে যাচ্ছে, বামফ্রন্ট সরকার থাকা কালীন যারা বলে ছিলেন 'লোডশেডিং এর সরকার আর নেই দরকার' তারাই এখন লোডশেডিং করছে। বাঁকুড়ায় দিনের পর দিন ৪-৫ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকছে,হসপিটালে অপারেশন থিয়েটার বন্ধ থাকছে।


তিনি আরও বলেন, রাজ্যে বিদ্যুতের মাসুল বাড়ানো সত্তেও,সেই বিদ্যুত বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। লোডশেডিং সমস্যার সুরাহা না মিললে তিনি পাওয়ার হাউসগুলি ঘেরাও এর হুশিয়ারি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code