জরাজীর্ণ রাস্তার হাল ফেরাতে কোদাল-ঝুড়ি হাতে নিজেই রাস্তায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরি
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের রাঙাম্যেটা থেকে কেলাই হয়ে রাজামেলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা দিয়ে আসতে চায়না কোনো গাড়ি। এবার গ্রামের বেহাল রাস্তার হাল ফেরাতে খোদ নিজেই ঝুড়ি কোদাল নিয়ে রাস্তা সংস্কারে নেমে পড়লেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি (BJP MLA Chandana Bauri)। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী (BJP MLA Chandana Bauri) এই রাস্তা দিয়েই যাতায়াত করেন।কোদাল ঝুড়ি হাতে বিধায়কের কর্মযজ্ঞএ সামিল তাঁর স্বামীও।
একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব ও ক্ষেতমজুর পরিবার থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাঁকুড়া শালতোড়া বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP MLA Chandana Bauri )। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে এই রাস্তার প্রথম সংস্করণ করবেন। কিন্তু বিজেপি বিধায়ক হবার কারণে এই রাস্তার কাজ করতে দিচ্ছে না শাসক দল এমনই অভিযোগ চন্দনা বাউরীর (BJP MLA Chandana Bauri)। পাশপাশি তিনি (BJP MLA Chandana Bauri) বলেন, রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের কথা বলেন দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা,এখানে উন্নয়ন হয়নি কেন? তিনি MLA ফাণ্ডের টাকা খরচ করতে না দেওয়ায়ও অভিযোগ করেন।
বিজেপি বিধায়কের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা।
অন্যদিকে গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমাই মাজী বলেন, এই রাস্তা পথশ্রীতে উদ্বোধন হয়েছে,কাজ চলছে। এছাড়াও তিনি বিধায়ক কে নাটকীয় মহিলা বলে কটাক্ষ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊