YPTRC EXAM 2023: OMR-বেসড, পঞ্চম-দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষা, চলছে আবেদন গ্রহণ, জানুন বিস্তারিত
প্রকাশিত হল CIRCLE আয়োজিত মেধা অনুসন্ধান তথা স্কলারশিপ পরীক্ষা YOUR PRESENT TALENT RESEARCH NY CIRCLE (YPTRC) এর বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৫ই আগস্ট ২০২৩ থেকে শুরু হচ্ছে আবেদন গ্রহন।
বিজ্ঞপ্তি জারির তারিখ: ১১ই আগস্ট, ২০২৩
আবেদনের শুরু তারিখ: ১৫ই আগস্ট, ২০২৩
আবেদনের শেষ তারিখ: ১৫ই সেপ্টেম্বর, ২০২৩
অ্যাডমিট কার্ড বিতরন: অক্টোবর, ২০২৩
সম্ভাব্য পরীক্ষার তারিখ: নভেম্বর, ২০২৩
ফলাফল প্রকাশ: ডিসেম্বর, ২০২৩
পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন: ডিসেম্বর, ২০২৩
পরীক্ষা পদ্ধতি: বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন এবং ওএমআর ভিত্তিক উত্তরপত্র
পরীক্ষার ফি: পঞ্চম থেকে দশম শ্রেণি ১০০/- (এক শত টাকা মাত্র), দ্বাদশ শ্রেণি ১৩০/-
আবেদনের যোগ্যতা: সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে পাঠরত পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির ছাত্র- ছাত্রীরা আবেদন করতে পারবে।
প্রশ্নের ধরন
প্রতিটি প্রশ্নই হবে বহু বিকল্প ভিত্তিক উত্তর ধর্মী প্রশ্ন(MCQ)। যা নির্ধারিত সিলেবাসের ওপর ভিত্তি করেই হবে। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প থাকবে, সঠিক উত্তরটি নির্বাচন করে OMR SHEET –এ উত্তর করতে হবে। সময়- ২ ঘণ্টা।
উত্তর করার নিয়মাবলী
উত্তরপত্র OMR SHEET ভিত্তিক। প্রশ্নের নম্বর অনুযায়ী প্রতিটি প্রশ্নের নম্বর গুলো সাজানো থাকবে, সঠিক উত্তরের অপশনে ব্ল্যাক বল পয়েন্ট পেন দ্বারা ভরিয়ে দিতে হবে। একবার কোনো প্রশ্নের উত্তর লেখার পর পরিবর্তন করা যাবে না। সাদা কালি ব্যবহার নিষিদ্ধ। একসঙ্গে একটি প্রশ্নে একাধিক অপশনে উত্তর থাকলে তা ভুল হিসাবে ধরে নেওয়া হবে।
২০১৮ সাল থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওএমআর বেসড একটি মেধা অনুসন্ধান পরীক্ষার আয়োজন করছে সার্কেল। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
আরও বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন- Official Notification
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊