ফের সাত সকালে ধুপগুড়িতে খুন, এবার স্বামীর হাতে স্ত্রী খুন, ঘটনায় জলপাইগুড়ির ধুপগুড়ির মধ্য বোড়াগাড়ি অঞ্চল পাড়া এলাকা

Death body



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

সোমবার সকালে বাসিলা দিয়ে স্বামীর হাতে খুন হলো স্ত্রী, খুন করেই থানায় হাজির স্বামী।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতসকালে স্থানীয় বাসিন্দারা প্রতিদিনের মতো ধান ক্ষেতে যান। এদিন সেখানে গিয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়।



কিন্তু কি কারনেই খুন তা এখনো পর্যন্ত জানা যায়নি। পারিবারিক বিবাদের জেরেই এই খুন হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খুন করার পরেই তার স্বামী নিজেই থানায় গিয়ে হাজির হন বলে জানা গিয়েছে।



ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে। ঘটনার খবর পেয়ে ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়, তবে মৃত মহিলা শরীরের একাধিক কোপের চিহ্ন লক্ষ্য করা গেছে। মৃত মহিলার নাম ফনিবালা রায় এবং অভিযুক্ত স্বামীর নাম ভুপাল চন্দ্র রায়। তাকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।