'ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে দলের সকলকে নিয়ে কাজ করবো': ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী 

Dhupguri news


ধূপগুড়ি, জয়ন্ত বর্মন


রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়বেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়।



তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বর্তমানে ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক। এর আগে তিনি দার্জিলিং এর সোনাদা কলেজের অধ্যাপক ছিলেন। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। নির্মলবাবু জানিয়েছেন, তিনি টিকিট পাবেন বলে আশা করেননি। তবে দলের ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে তিনি সকলকে নিয়েই লড়াইয়ে নামবেন। জয় নিয়েও যথেষ্ট আশাবাদী।



অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিন আগেই সিপিএম-কংগ্রেস জোটের তরফে ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুরু হয়েছে প্রচার।




উল্লেখ্য ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনে। গত বিধানসভা ভোটে তৃণমূল, সিপিএম প্রার্থীকে পরাজিত করে ভোটে জিতেছিলেন তিনি।