WB 8207 School List pdf: রাজ্যজুড়ে এখন একটাই প্রশ্ন কী হবে ভবিষ্যৎ ৮২০৭ টি স্কুলের ?

WB 8207 School List pdf: রাজ্যজুড়ে এখন একটাই প্রশ্ন কী হবে ভবিষ্যৎ ৮২০৭ টি স্কুলের ?

school students



PTR-ছাত্র- শিক্ষক অনুপাত ঠিক নেই এমন ৮২০৭ টি স্কুলের তালিকা (WB 8207 School List pdf) ইতিমধ্যে প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। যেখানে দেখাগেছে কোথাও একজনও ছাত্র নেই আবার যেখানে রয়েছে সেখানে ৫০ জনেরও কম শিক্ষার্থী। এমনো দেখা গেছে শিক্ষার্থী নেই অথচ রয়েছে শিক্ষক।


এই তালিকা (WB 8207 School List pdf) সামনে আসবার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে সামাজিক মাধ্যমগুলিতে। কী হবে এই বিদ্যালয় গুলির ভবিষ্যৎ ? বন্ধ হয়ে যাবে এই বিদ্যালয়গুলি ? যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে কোনও স্কুল বন্ধ করা হচ্ছে না।

(ads1)

শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক অনুপাত ৩০:১ হওয়ার কথা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই অনুপাত ৩৫:১। কিছু বিদ্যালয়ে এই অনুযায়ী শিক্ষক কম আছ।


প্রকাশিত তালিকার (WB 8207 School List pdf) মধ্যে ৮২০৭ টি স্কুলের মধ্যে ৬,৬৪৯টি প্রাথমিক বিদ্যালয় (Primary School) এবং বাকিগুলো জুনিয়র হাই এবং হাই স্কুল। জানা গিয়েছে, যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০-এর কম সেই সমস্ত স্কুল নিয়ে রাজ্য সরকার খুব দ্রুত নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চলেছে। যানা গিয়েছে ঐ সমস্ত কম ছাত্র-ছাত্রী যুক্ত স্কুল গুলিকে পাশের কোনও স্কুলের সঙ্গে সংযুক্ত করা হতে পারে।

(ads2)

শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন- "আমরা মনে করি রাজ্য সরকারের ভুল শিক্ষা নীতির জন্য সরকারি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দ্রুত কমছে। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুল গুলির পরিকাঠামো এবং শিক্ষক শিক্ষাকর্মী হীনতা, কিছু না শিখে পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার সরকারি নীতি ইত্যাদি কারণে অভিভাবকরা তাঁদের সন্তানদের সরকারি বিদ্যালয় থেকে বাধ্য হয়ে সরিয়ে নিচ্ছে। সামগ্রিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের অবহেলা এই পরিস্থিতির জন্য দায়ী। বিদ্যালয় গুলিকে রক্ষা এবং শিক্ষক শিক্ষাকর্মী পদ যাতে অবলুপ্তি না হয় তার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সরকারকে। "


6 Comments

  1. Kinkor adhikary akdom thik kothai bolechen... Sikkhar je obostha primary school guloy , guardian ra arthik bhabe komjor howar karonei akmatro primary school guloy chatro dekha jay .. jedin arthik bhabe aktu mojbut hbe sedin keu r primary school a nijeder bachchader pathabe na.

    ReplyDelete
  2. শিক্ষা পর্ষদ যা করবে তাই হবে।

    ReplyDelete
  3. Sikkhar man Barak... Surprise visit koruk school gulo ... Teacher der dekhuk ...poranor man check koruk ..nahole to primary school gulo bondho kore dite hbe chattrer obhabe

    ReplyDelete
  4. Ki hobe , West Bengal er sikkhabebostha ato niche namche

    ReplyDelete
  5. এদের কথা ভাবলে খুব খারাপ লাগে।

    ReplyDelete

Post a Comment