SSC Recruitment: গ্রুপ বি-পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC, আবেদন করুন 


Job news
Job Notification 


স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। জুনিয়র হিন্দি ট্রানস্লেটর, জুনিয়র ট্রানস্লেশন অফিসার/ Junior Hindi Translator / Junior Translation Officer ও সিনিয়র হিন্দি ট্রানস্লেটর /সিনিয়র ট্রানস্লেটর/ Senior Hindi Translator(SHT)/Senior Translator (ST) পদে নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ 12.09.2023।



যোগ্যতা:

জুনিয়র হিন্দি ট্রানস্লেটর, জুনিয়র ট্রানস্লেশন অফিসার/ Junior Hindi Translator / Junior Translation Officer: প্রার্থীদের হিন্দিতে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে এবং ইংলিশ একটি ইলেকটিভ বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। অথবা, ইংলিশে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে এবং হিন্দি একটি ইলেকটিভ বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। অথবা, অন্যান্য বিষয় নিয়ে মাস্টার্স করে থাকলে, হিন্দি এবং ইংলিশ বিষয় দুটি ইলেকটিভ বিষয় থাকতে হবে। সাথে, ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজি ভাষাতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। অথবা হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দি ভাষাতে নূন্যতম 2 বছরের অনুবাদের অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র হিন্দি ট্রানস্লেটর /সিনিয়র ট্রানস্লেটর/ Senior Hindi Translator(SHT)/Senior Translator (ST): প্রার্থীদের হিন্দিতে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে এবং ইংলিশ একটি ইলেকটিভ বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। অথবা, ইংলিশে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে এবং হিন্দি একটি ইলেকটিভ বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। অথবা, অন্যান্য বিষয় নিয়ে মাস্টার্স করে থাকলে, হিন্দি এবং ইংলিশ বিষয় দুটি ইলেকটিভ বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। সাথে, ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজি ভাষাতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। অথবা হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দি ভাষাতে নূন্যতম 3 বছরের অনুবাদের অভিজ্ঞতা থাকতে হবে।




বয়সসীমা:

উভয় পদের জন্য প্রার্থীর বয়স 1/08/2023 এর মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।



আবেদন ফি

এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। Women/ SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।



Computer Based Test এবং Descriptive Test এর মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে ইংরেজি এবং হিন্দি।


Official Notification Download Here