Russian Model : রাজ্যের কয়লা দুর্নীতির টাকা গেছে রাশিয়ান মডেল বান্ধবীর কাছে !
কয়লা কেলেঙ্কারির (coal corruption money) তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে জানা গেছে, একজন প্রভাবশালী তৃণমূল নেতা হাওয়ালার মাধ্যমে দুর্নীতির টাকা পাঠান রাশিয়ান মহিলা বন্ধুকে (Russian model girlfriend)। এই মহিলা একজন মডেল এবং বর্তমানে লন্ডনে থাকেন বলে জানা গেছে।
এই পাচার হওয়া টাকার আনুমানিক পরিমাণ 100 কোটি টাকার কাছাকাছি। ইডি সূত্রে খবর, দুর্নীতির টাকা প্রথমে হাওয়ালার মাধ্যমে পশ্চিম এশিয়ার একটি দেশে পাঠানো হয়েছিল। কিছু শেল কোম্পানিতে অর্থ বিনিয়োগ করা হয়েছে। এ জন্য সে দেশে একটি ব্যাংক হিসাব খোলা হয়। ভুয়া কোম্পানির অর্থের একটি অংশ রাশিয়ান মডেলের (Russian model girlfriend) অ্যাকাউন্টে গেছে।
ইডি সূত্রের মতে, 2018 থেকে 2020 সাল পর্যন্ত, রাজ্যের এক প্রভাবশালী নেতা, একজন হিসাবরক্ষক এবং কয়লা চোরাচালানের মামলার অন্যতম অভিযুক্ত এবং পলাতক বিনয় মিশ্র দুবাই, লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ঘন ঘন ভ্রমণ করেছেন। অনুমান সেই সময়ই পরিচয় হয় এই রাশিয়ান মডেলের (Russian model girlfriend) সাথে।
এতদিন গরু, কয়লা পাচার থেকে শুরু করে স্কুলে নিয়োগ— বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগে রাজ্য সরগরম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে খবর, সেই দুর্নীতির টাকাই এবার হাওয়ালা মারফত পৌঁছেছে রাশিয়ান বান্ধবীর (Russian model girlfriend) অ্যাকাউন্টে। সেই সংক্রান্ত নথিপত্র তাদের হাতে রয়েছে বলেও ইডি সূত্রে দাবি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই বিদেশিনী বান্ধবীর জন্ম সাবেক সোভিয়েট ইউনিয়নের এক দেশে। এখন রাশিয়ার নাগরিক। পেশায় ‘মডেল’ (Russian model girlfriend) । বর্তমানে এই মডেল লন্ডনের বাসিন্দা।
তদন্তকারীদের সূত্রে দাবি, ওই রুশ মহিলাকে (Russian model girlfriend) নির্দিষ্ট ভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের বিষয়ে বিশদে খোঁজ নেওয়া হচ্ছে।
তদন্তকারীদের সূত্রে দাবি, শুধু কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার বয়ান অনুযায়ীই, দু'হাজার কোটিরও বেশি কালো টাকার লেনদেন হয়েছে। এ দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নির্মাণ ও হোটেল ব্যবসার পাশাপাশি হংকং, সিঙ্গাপুর ও তাইল্যান্ডের হোটেল ব্যবসাতেও কয়লা পাচারের কয়েকশো কোটি কালো টাকা ঢালা হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে দাবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊