'নিয়োগ নিয়ে বিধায়করা বিধানসভায় চুপ কেন' MLA হস্টেলের সামনে বিক্ষোভ SLST প্রার্থীদের
নিয়োগ নিয়ে বিধানসভায় কথা না বলায় এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ SLST প্রার্থীরা। এদিন সকালে MLA হস্টেলের সামনে বিক্ষোভ দেখায় প্রার্থীরা। ফলে বিধানসভায় যেতে বাঁধার সম্মুখীন হন বিধায়করা। এরপর বিক্ষোভ তুলে দিতে তৎপর হয় পুলিশ। বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করলেই ধস্তাধস্তি বাঁধে পুলিশ ও চাকরি প্রার্থীদের।
SLST প্রার্থীদের দাবি 'বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ বিধায়করা। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে'।
মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে প্রায় ৯০০ দিন ধর্নায় চাকরি প্রার্থীরা। কিন্তু বিধায়করা নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ, কেন? এই প্রশ্নের আধারে এদিন কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখান SLST চাকরিপ্রার্থীরা। আজই নিয়োগ নিয়ে বিধানসভায় কথা তোলার দাবি জানায় চাকরি প্রার্থীরা।
সকাল ১০টা নাগাদ কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে জমায়েত শুরু করেন SLST চাকরিপ্রার্থীরা। এর জেরে এমএলএ হস্টেলের গেট সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। কিন্তু, নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা সেখান থেকে সরতে রাজি না হলে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশে। 'আমরা নিয়োগ চাই', এই দাবি তুলে কেঁদেও ফেলেন বিক্ষোভকারীরা। রাস্তাতেই শুয়ে পড়েন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊