WBPSC Food Supply SI: ফুড সাপ্লাইয়ে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো পাবলিক সার্ভিস কমিশন WBPSC WB Food Supply SI
WBPSC Food Supply SI:
(ads1)
(ads2)
অবশেষে অপেক্ষার অবসান। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফুড সাপ্লাইয়ের এস আই (WB Food Supply) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানা গেল। দীর্ঘদিন ধরেই এই চাকরির বিজ্ঞপ্তি বেরোবে বলে অপেক্ষা করছিল চাকরি প্রার্থীরা।
West Bengal Public Service Commission আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আগামী ২৩শে আগস্ট ২০২৩-তারিখ থেকে রাজ্য খাদ্য দপ্তরের অধীনে সাব ইন্সপেক্টর অফ ফুড এন্ড সাপ্লাই গ্রেড III (WB Food Supply) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এ ২৩শে আগস্ট পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও সিলেবাস প্রকাশিত হবে।
(WB Food Supply) প্রসঙ্গত, বহুদিন থেকে WB food Supply এই চাকরির জন্য অপেক্ষা করছে বহু চাকরি প্রার্থী। কিছুদিন আগেই আমাদের সংবাদ মাধ্যম দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানিয়েছে। আর ঠিক তাই হতে চলেছে। আগস্টেই প্রকাশিত হতে চলেছে বিজ্ঞপ্তি। কবে থেকে কবে পর্যন্ত চলবে আবেদন গ্রহন তা বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊