Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS EXAM: সেমিস্টার থেকে OMR-এ পরীক্ষা, বদল আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়

HS EXAM: সেমিস্টার থেকে OMR-এ পরীক্ষা, বদল আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 

HS EXAM


কয়েকদিন আগেই রাজ্য মন্ত্রীসভার বৈঠকে শিক্ষানীতিতে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জানা গেল উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হবে পুরোপুরি ওএমআর শিটে। বেশ কিছুদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওএমআর নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল বাংলার শিক্ষামহলে। প্রস্তাব নিয়েও চলছিল জোর চর্চা। অবশেষে সেই জল্পনাই সত্যি হল এমনটাই সূত্রের খবর। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) সেমেস্টারের পরীক্ষায় ওএমআর চালু হচ্ছে বলে চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।



জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে শিক্ষাদপ্তরের সাথে বৈঠক করেছে। ২০২৬ থেকেই দুই সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম পরীক্ষাটি হবে ওএমআর বেসিসে‌। প্রয়োজনে শিক্ষার্থীদের ওএমআর শিটে উত্তর করার কৌশল, পদ্ধতি ইত্যাদির জন্য মক টেস্টের ব্যবস্থা করা হতে পারে। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষায় বসার আগে এ বিষয়ে পড়ুয়াদের যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ঠিক করা হবে ট্রেনিং মডিউল, আয়োজন করা হতে পারে মক টেস্টের। কীভাবে গোটা প্রক্রিয়া হবে ইতিমধ্যেই তার খসড়াও তৈরির কাজ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।



বাংলার পড়ুয়াদের স্বার্থেই এই নয়া পদ্ধতি অবলম্বন করছে সংসদের। সংসদের কথায় সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেগুলির সবই প্রায় ওএমআর শিটে হয়। বাংলার পরীক্ষার্থীরা যাতে পরবর্তীতে সেই সকল পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় তাই এই পদক্ষেপ। সংসদের এরুপ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে শিক্ষা মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code