School Teachers List private tuition : স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন ! প্রস্তুত তালিকা, বিভাগীয় তদন্তের নির্দেশ 

School Teachers private tuition List : স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন ! প্রস্তুত তালিকা, বিভাগীয় তদন্তের নির্দেশ
photo credit :learnpick



আইন অনুসারে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন (private tuition) করা বন্ধ। এই নিয়ে একাধিকবার শিক্ষকদের (School Teacher) সতর্ক করা হলেও অভিযোগ এখনো আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার টিউশন (private tuition) করছেন শিক্ষকদের (School Teachers private tuition) একাংশ।


রাজ্যের বিভিন্ন প্রাইভেট টিউটর অর্গানাইজেশন (private tuition) এই নিয়ে বারংবার অভিযোগ জানিয়ে এসেছেন রাজ্যের শিক্ষা দপ্তরে। তবে এবার সেই সমস্য অভিযোগকে গুরুত্বের সাথে বিবেচনা করে প্রাথমিক ভাবে তদন্ত শুরু করে রাজ্যের শিক্ষা দপ্তর।


তদন্তের পরই একাধিক শিক্ষক-শিক্ষিকার (School Teachers private tuition List) নাম উঠে আসে যারা এখনো প্রাইভেট টিউশনের সাথে যুক্ত। সূত্রের খবর ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সমস্ত শিক্ষকদের তালিকা (School Teachers private tuition List)।


এই নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই অনুযায়ী, প্রাইভেট টিউশন নিয়ে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকার নাম (School Teachers private tuition List) উঠে এসেছে তাদের তদন্তকারী সদস্যদের মুখোমুখি হতে হবে বলেই খবর।


তদন্তে ওঠে আসা তথ্য রিপোর্ট আকারে দ্রুত জমা করতে হবে পর্ষদে, এমনটাই জানাগেছে।