primary teacher recruitment case : প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত পার্শ্বশিক্ষকদের কেস এর গুরুত্বপূর্ণ রায়
প্রাথমিক শিক্ষক নিয়োগ (primary teacher recruitment) নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে সুযোগ পাবেন কেবল প্রাথমিকের পার্শ্বশিক্ষকেরাই (para-teacher) । আজ এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট (kolkata high court)।
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যারা টিচারদের (para-teacher) নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (kolkata high court)। সেখানেই প্রাথমিক শিক্ষক নিয়োগে (primary teacher recruitment) সুযোগ পাবেন কেবল প্রাথমিকের পার্শ্বশিক্ষকেরাই (para-teacher) এই নির্দেশ দেওয়া হল। নির্দেশে বলা হয়েছে, প্রাথমিক স্কুলে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিকের প্যারা টিচাররা সুযোগ পাবেন।
আদালত স্পষ্ট জানিয়েছে, উচ্চ প্রাথমিকের প্যারাটিচার সুযোগ পাবেন না। আজ কলকাতা হাইকোর্টে এই রায় দেওয়া হয়েছে। এরফলে প্রাথমিক শিক্ষক নিয়োগে (primary teacher recruitment) উচ্চ প্রাথমিকে চাকরি করা পার্শ্বশিক্ষকরা (para-teacher) সুযোগ পাবেন না।
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন, ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগে (primary teacher recruitment) উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
এই মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকদেরও পরীক্ষায় অংশ গ্রহণ করতে দিতে হবে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী।
এদিন সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, দু’টি আলাদা প্রক্রিয়া। সেই কারণে পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে। স্বাভাবিকভাবে আদালতের এই রায়ে বিপাকে বহু নিয়োগপ্রার্থী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊